রবিবার, ৩১ জুলাই, ২০২২

তাহেরপুর সাবেক ছাত্রলীগ নেতা মাধ্যমে ক্যান্সার রোগির পরিবারে অনুদানের চেক হস্তান্তর-পদ্মা নিউজ ২৩


বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা সন্তান কৃতি সন্তান বর্তমান শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার শ্রী কাঞ্চন কুমারের সুপারিশের মাধ্যমে বাগমারায় ক্যান্সার রোগির পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। 

আজ ৩১ জুলাই বিকাল ৩ ঘটিকায় তাহেরপুর হরিতলা মোড়ে ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের রামরামার ক্যান্সার আক্রান্ত মোছাঃ বিথী খাতুন এর বাবা শরিফুল ইসলাম এর হাতে (৫০,০০০) টাকার চেক তুলে দেওয়া হয়। 

চেক বিতারণের সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরশাদ আলী  ছাত্রলীগনেতা জাহিদুল খাঁন শোভন ও শুভ্র সহ ব্যাক্তি প্রমুখ।। 

এই সময় দেশরত্ন, বাংলার প্রান, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগ কর্মীরা।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন