মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

প্রেমিককে হত্যা করে লাশ ব্যাগে নিয়ে ঘুরছিলেন এক তরুণী - পদ্মা নিউজ ২৩

 পদ্মা নিউজ ডেস্কঃ দীর্ঘদিন প্রেম করলেও বিয়ে করতে চাননি প্রেমিক। তাই গলা কেটে প্রেমিককে হত্যা করে লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।


রোববার (৭ আগস্ট) ভারতের গাজিয়াবাদে আলোচিত এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, ওই তরুণীর নাম প্রীতি শর্মা। চার বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফিরোজ ওরফে চোয়ান্নির (২৩) সঙ্গে বসবাস করছিলেন তিনি।রোববার স্থানীয় সময় মধ্যরাতে রুটিন চেকিংয়ের সময় ওই তরুণীকে ট্রলি ব্যাগটি ঠেলে নিয়ে যেতে দেখতে পায় পুলিশ। 

এক নারী কনস্টেবলের তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর লাশটি খুঁজে পায় বলে পুলিশ জানিয়েছে।পরে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় প্রীতি স্বীকার করেন যে, লাশটি তার প্রেমিকের। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করেছেন তিনি।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন