শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

দূর্গাপুরে মোটরসাইকেল এক্সিডেন্টে মাদ্রাসার শিশু ছাত্র আহত - পদ্মা নিউজ ২৩

 

দুর্গাপুর থেকে মমিন ও রাশেদঃ

রাজশাহীর দূর্গাপুরের সিংগা বাজারের জিয়া চত্বরে আদিয়ান [ ৬ ]নামের   জামিউল উলুম হাফিজিয়া কামিল মাদ্রাসা শিশু ছাত্র কে  অজ্ঞাত একটি মোটরসাইকেল  সরেজমিনে  রাস্তায়  এক্সিডেন্ট করে পালিয়ে চলে যায়।  বখাটে এক চালক  আরোহী   শুক্রবার বিকাল ৫ টার সময় এই ঘটনা ঘটায়।


স্থানীয় সূত্রে  জানা যায় : কালাম নামে একজন ভ্যান চালক আহত শিশুকে  উদ্ধার করে  দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন। খবর পেয়ে নানা আলী আজাদ আসেন  শিশু ছাত্রের কাছে।এসে তিনি দেখেন জামিউল উলুম হাফিজিয়া কামিল মাদ্রাসার ছয়  বছরের নাতি আদিয়ান হাতে পায়ে ও কোমরে আঘাত প্রাপ্ত  হয়ে পড়ে আছেন।


কিছুতেই থামছে না দূর্গাপুর  ব্রিজের এপার ওপারের দুঘর্টনা, আহত হচ্ছেন প্রায়ই কোমল মতি শিশুরা । 

 

স্কুলের সামনে স্পীড  ব্রেকার না থাকায় এবং বাজারের কিছু অংশে কোন স্পীড ব্রেকার না থাকায় দুঘর্টনার ঝুঁকিতে বসবাস রত বাজারের হাজার  সাধারন মানুষ। ঝুঁকিতে আছেন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করা ছাত্র-ছাত্রীরা। 

এ বিষয়ে আলী আজাদ জানান । ছেলেটির নানা বলেন কোন এক বাইকার আমার নাতিকে এক্সিডেন্ট করে পালিয়ে গেছে তা আমরা সঠিকভাবে বলতে পারছি না।প্রশাসনের কাছে দাবি দূূূত অবিলম্বে বখাটে বাইকারকে সনাাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন