রবিবার, ২৮ আগস্ট, ২০২২

তাহেরপুর পৌরসভা'য় পানি সরবরাহের লক্ষে "ঘর সংযোগ" এর শুভ উদ্বোধন করলেন, মেয়র কালাম।

 মিজানুর রহমান,স্টাফ করেসপন্ডেন্টঃ

আধুনিক পৌরসভা গড়তে বিভিন্ন সময়ে পদক্ষেপ ও বাস্তবায়ন করছেন তাহেরপুর পৌরসভা' র তৃতীয় বারের সফল মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।



উন্নয়নের ধারা অ্যাবহত রাখতে আজ ২৮ আগস্ট রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় তাহেরপুর পৌরসভায় পানির সংযোগ  ও প্রতিটি পরিবারের মানুষের পানির চাহিদা পুরনের লক্ষ্যে  সংযোগ লাইনের  শুভ উদ্বোধন করেন পৌর মেয়র। 

এই সময় উপস্থিত ছিলেন, পৌর ইঞ্জিঃ আব্দুল কাদের,পৌর ওয়াটার সুপার আবুল কাশেম,পৌর সচিব মতলেবুর রহমান, পৌর স্টাফ জুলকার, পৌর স্টাফ রহিদুল ইসলাম, পৌর স্টাফ রবিউল ইসলাম,  আলম সহ ব্যাক্তিবর্গ প্রমুখ।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন