মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

দূর্গাপুরে ১৫ আগষ্ট উপলক্ষে বৃক্ষরোপণ ও শোক দিবসের কর্মসূচি পালন করা হয় - পদ্মা নিউজ ২৩


মমিনঃ আজ  মঙ্গলবার  সকাল ১১ টার  সময় ১৫  আগষ্ট  মাস উপলক্ষে  শোক দিবসের কর্মসূচি  পালন করেছেন তার সেই সাথে উপজেলার বিভিন্ন জায়গায   বৃক্ষরোপণ  চারা গাছ বিতরন করেন  রাজশাহী ৫:(দুর্গাপুর পুঠিয়া,) মাননীয় সংসদ সদস্য  (এম পি)মহোদয়  জনাব ডাক্তার মুনসুর রহমান। 



উক্ত অনুষ্ঠানে তিনি বলেন  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক মনোনীত হওয়ার পর থেকে দিনরাত নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছি এলাকার মানুষের জন্য। 

দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ কে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছেন । তাই আমাদের প্রজন্মকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে দিতেই, আমাদের পরিবেশকে সুন্দর করতে হবে। পরিবেশকে সুন্দর করতেই বৃক্ষরোপন করতে হবে। আমাদের প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতে, বেশী করে বৃক্ষরোপন করুন।

করোনার কঠিন মহামারীতেও থেমে ছিলোনা  পথচলা,মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজেই  কোভিড আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর এই অবিরাম পথচলা সফল হোক,উন্নয়ন হোক পুঠিয়া দূর্গাপুরের গ্রামীন জনগোষ্ঠীর,সমৃদ্ধশালী হোক এলাকার অর্থনীতি প্রত্যাশা বাক্ত করেন তিনি ।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের বিপ্লবী সভাপতি আবু ছালেহ  ও 

দূর্গাপুর ছাএলীগের সভাপতি মোহাম্মদ সাকিল খান ও দুর্গাপুরের উপজেলার সভাপতি শফিকুল ইসলাম মিঠু সাধারন সম্পাদক সালিমুদ্দীন পৌরসভা যুবলীগের দপ্তর সম্পাদক আনোয়ার আদি প্রতিনিধি  হিসাবে দায়িত্ব পালন করেন। 

আমিনুল হক  টুলু ,ও দুর্গাপুর উপজেলা ও পৌরসভার  যুবলীগের  নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন সকল নেতৃবৃন্দগন।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন