বুধবার, ১০ আগস্ট, ২০২২

ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল এক যুবকের - পদ্মা নিউজ ২৩

 পদ্মা নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়েন তিনি।


ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পুলিশে হস্তান্তর করা হয়।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আকতারুজ্জামান বলেন, তিনি দ্রুতযান এক্সপ্রেস থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন