সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

বাগমারায় সদস্য পদে আবারও বিজয়ী জাফর মাস্টার - পদ্মা নিউজ ২৩

 

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচন। 



বাগমারায় সাধারণ সদস্য পদে আবু জাফর মাস্টারকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বাগমারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২৩৭টি। উক্ত নির্বাচনে শতভাগ ভোট পড়েছে। এতে সাধারণ সদস্য পদে আবু জাফর মাস্টার টিউবওয়েল প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

আবু জাফর মাস্টার গত নির্বাচনেও সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকে বাবুল হোসেন পেয়েছেন ৮০ ভোট। এছাড়া তালা প্রতীকে মাহমুদুর রহমান রেজা পেয়েছেন ৪৫ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকে আব্দুর রশিদ পেয়েছেন ২৪ ভোট, অটোরিক্সা প্রতীকে শিরিনা পারভীন পেয়েছেন ৩ ভোট। এছাড়াও সাধারণ সদস্য পদে ১ টি ভোট বাতিল হয়েছে। 

এদিকে চেয়ারম্যান পদে বাগমারা উপজেলায় মোটর সাইকেল প্রতীকে আখতারুজ্জামান পেয়েছেন ১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ 

পিরিচ প্রতীক পেয়েছেন ১১২ ভোট। আনারস প্রতীকে আফজাল হোসেন ৩ এবং তালগাছ প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল পেয়েছেন ১ ভোট।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন