তানোর প্রতিনিধিঃ রিপন আহমেদ
রাজশাহী’ জেলার পুলিশ সুপার, এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সনাতন চক্রবর্তী (ক্রাইম & অপস), রাজশাহী’র সার্বিক তত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, আসাদুজ্জামান ও তানোর থানার অফিসার ইনচার্জ, ওসি কামরুজ্জামান মিয়া এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪-আগস্ট তানোর উপজেলার কলমা ইউনিয়নের নয়টিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন এস,আই আক্তারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন এ সময় ২০০(দুই শত লিটার) লিটার দেশীয় চোলাইমদ সহ আসামী শ্রীমতি লক্ষি সরেন () স্বামীঃ যতিন মার্ডি সাং –নয়টি পাড়া , থানা- তানোর, জেলা -রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন।
একটি মন্তব্য পোস্ট করুন